শিরোনাম
পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ সার সংকট কৃষকদের নায্য দাবি নিয়ে এই ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিস ঘেরাও করুন ঠাকুরগাঁওয়ে : মির্জা ফখরুল অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম

মুখ থুবড়ে পরছেন কুমিল্লা জেলা বিএনপি, আওয়ামী লীগের কাধে ভর করে করছেন সম্মেলন কাভার

Juyel Khandokar

কুমিল্লা প্রতিনিধি:- মুখ থুবড়ে পরছেন কুমিল্লা জেলা বিএনপি, আওয়ামীলীগের কাধে ভর করে করছেন কুমিল্লা জেলা বিএনপির সম্মেলন কাভার। আগামীকাল ২৭ সেপ্টেম্বর কুমিল্লা জেলা কমিটির সম্মেলন। সেই সম্মেলনের সংবাদ কাভার কিংবা মিডিয়া তদারকির দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাংবাদিক নেতা মাসুক আলতাফ চৌদুরীর কাধে। জানা যায় কুমিল্লা জেলা বিএনপি যেন সাংবাদিক শূন্যতায় ভোগে এক আওয়ামী লীগের সাংবাদিককে মিডিয়া সেক্টরের দায়িত্ব দিয়েছেন। তবে বিএনপি পন্থী সাংবাদিকরা জানান আওয়ামী দোসর সাংবাদিকদের কারনে কুমিল্লা প্রেসক্লাবের তালিকা থেকে বাদ পরেছি শুধু মাত্র বিএনপি করার করনে। অনেক বিএনপির সাংবাদিকদেরকে প্রেসক্লাব থেকে পিটিয়ে বাহির করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় বিগত ১৫/১৬ বছর সভাপতি,  সাধারণ সম্পাদক সহ অসংখ্য একি পদ নিয়ে বহাল এখনো আছেন। অথচ তাদেরকে নিয়েই কুমিল্লা জেলার বিএনপির নেতারা চলছেন এবং মিডিয়া সেল গুলির দায়িত্ব দিয়ে  রেখেছেন আওয়ামী দোসরদেরকেই।

কুমিল্লা জেলার অসংখ্য নেতাই আওয়ামী দোসরদেরকে নিয়েই হাটছেন, আওয়ামী পন্থী সাংবাদিককে নিয়ে বিভিন্ন সভা সমাবেশ ও বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান এক সাথেই করছেন বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদে ছবি প্রকাশ হচ্ছে আবার নেতারাই খুবউৎসাহিত হয়ে বিভিন্ন মিডিয়াতে প্রচার করছেন। এবিষয়ে খোজ নিয়ে জানা যায় মাসুক আলতাফ চৌধুরীকে নিয়েই অনেক নেতারা বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। আবার কখনো কখনো অতিথির চেয়ারেও তাকে দেখা যাচ্ছে।

জানা যায় ২৭ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে কুমিল্লা জেলা বিএনপি কমিটির সম্মেলনের মিডিয়া কাভারের সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন কুমিল্লা প্রেসক্লাব দখল করে রাখা আওয়ামী লীগে সাংবাদিক নেতা মাসুক আলতাফ চৌধুরীকে। এতে ক্ষোভে ফাটছেন কুমিল্লার সাংবাদিকগণ। ফেইসবুকে ছোট্ট একটি লিখনি লেখার পরেই অসংখ্য সাংবাদিকরা ফোন দিয়ে জানান সব তথ্য। যেন সাংবাদিক নেতৃত্ব শূন্যতায় ভুগছেন কুমিল্লা জেলা বিএনপি। যেন কুমিল্লা জেলাতে বিএনপির কোন দক্ষ সাংবাদিকেই নেই!

উক্ত সম্মেলনের মিডিয়া কাভারের জন্য কার্ড তৈরি করে আওয়ামিলীগ সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব সকল কার্ড”র। কোন সাংবাদিক উক্ত সম্মেলন কাভার করবেন আর কোন সাংবাদিক কাভার করবেন না। মুখ দেখে দেখেই দেওয়া হচ্ছে সম্মেলন কাভারের কার্ড। এতে অনেক বিএনপি পন্থী সাংবাদিকেরা কার্ড পায়নি বলেও অনেকের অভিযোগ। যারা বিএনপির জন্য প্রেসক্লাবের সদস্য পদ হারিয়েছেন অনেক সিনিয়র সাংবাদিকেরা জেল, জুলুম ও মামলা হামলার শিকার হয়েছিলেন তারাও নাকি আওয়ামিলীগ সাংবাদিক থেকে কার্ড নিতে হবে এক্ষোভে ফাটছেন কুমিল্লার সাংবাদিকগণ।

প্রশ্নো আসে যে সংবাদ সম্মেলন হলে যদি টাউন হলের মাঠে হয় তাহলে রাস্তা দিয়ে কোন সাংবাদিক হেটে যাওয়ার সময় সম্মেলনের সংবাদ কাভার করতে পারবেন না কারন সে কার্ড পায়নি এটাই কি স্বাধীন সাংবাদিকতা, সামনে সম্মেলন অথচ সংবাদ কাভার করতে পারবে না এটাই স্বাধীনতা। বিএনপির সম্মেলন অথচ বিএনপির সাংবাদিকেরাই সংবাদ কাভার করতে পারবেন না কিন্তু আওয়ামী দোসররাই সংবাদ কাভার করবেন। আওয়ামী দোসরেরাই কি তাহলে স্বাধীন সাংবাদিকতার দায়িত্ব নিয়েছেন? বিএনপির সাংবাদিকদের তো বিএনপিতেই নেই স্বাধীনতা।

Leave a Reply