শিরোনাম
পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ সার সংকট কৃষকদের নায্য দাবি নিয়ে এই ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিস ঘেরাও করুন ঠাকুরগাঁওয়ে : মির্জা ফখরুল অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম

দিনাজপুরে ছাত্রদল কর্মী সুজনকে নারী কেলেঙ্কারি অভিযোগে দলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ

Juyel Khandokar

যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা Ahmadulla al amin sujon নামীয় আইডির যাহার লিংক -https/www.facebook.com/ Ahmadulla aman sujon.7 ম্যাসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে দেয়, পরবর্তীতে মেসেঞ্জারে হুমকি দিয়ে বলে , তোমার সেক্স ভিডিও আছে উল্লেখ করে তার কথামতো কাজ না করলে ভিডিও ভাইরাল করে দিব । বিবাদী কর্মকাণ্ডের কারণে আমি এবং আমার পরিবারবর্গ আশঙ্কা করছি যে, বিবাদী আমাকে এবং আমার পরিবারের সকলকে লোক সমাজে হেয় প্রতিপন্ন ও মান-সম্মান হানী ও ক্ষতি সাধন করতে পারে। এ কারণে আমি সাধারণ ডায়েরি ভুক্ত করেছি।

এব্যাপারে দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেতুর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দিনাজপুর সরকারি কলেজের নারী শিক্ষার্থী ২০/০৯/২০২৫ তারিখে থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইলে জিডির কপিসহ এর সমাধান না হলে আত্মহত্যার কথা উল্লেখ করে তার ফেসবুক আইডি ‘ Rifat ” পোস্ট করে। পরে এটি সামাজিক ও যোগাযোগ মাধ্যমে জানতে পারলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি এবং সুজনকে দলীয় সকল কর্মকান্ড থেকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রদান করি।

এব্যাপারে বাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত সুজন আর যেন কারো সাথে এমন আচরণ করতে না পারে সেজন্য আমি তার উপযুক্ত শাস্তি চাই।

এব্যাপারে সুজনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি দিনাজপুর সরকারি কলেজে ২০২০ সাল থেকে ছাত্রদলের রাজনীতি করে আসছি, দীর্ঘদিন আমাদের সরকারি কলেজে ছাত্রদলের কমিটি না থাকায়, আগামী কমিটিতে আমি সভাপতি পদপ্রার্থী আমাকে হেয় প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমি যেন কোন ভাবে ছাত্রদলের সভাপতি প্রার্থী হতে না পারি, তার জন্য একটি মহল এই মেয়েটিকে দিয়ে এগুলো সাজানো নাটক শুরু করেছে।

সুজন জানান, ঐ নারী শিক্ষার্থীর জিডির পরিপ্রেক্ষিতে আমি গত ২২/০৯/ ২৫ তারিখে আমার মানহানি ও রাজনৈতিক ক্ষতি সাধন করায় সাধারণ ডায়েরি ভুক্ত করেছি।

এ ঘটনায় দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সাথে বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেননি ।

Leave a Reply