শিরোনাম
রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহ সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার কর্মসূচি

Juyel Khandokar

বিশাল রহমান, নিজস্ব প্রতিবেদক:- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের কর্মসূচী আজ সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সত্য প্রসাদ ঘোষ নন্দন, ডাঃ শুভেন্দু কুমার রায়,আহমেদুর রহমান কাজল, ফারুক হোসেন জুলু, সহায়ের সভাপতি লিফাত ইসলাম ও সাধারণ সম্পাদক আরাফাত হোসি সাগর প্রমুখ ।

সভার প্রধান অতিথি সহায়ের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সহায়ের পথ ধরে তরুনদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তবানদের এধরণের সৃজনশীল কার্যক্রমে সাহায্য করার আহবান জানান।

উল্লেখ্য করোনা মহামারীর সময় কোন বৈদেশিক অনুদান ছাড়াই ঠাকুরগাঁও শহরের কয়েকজন উদ্যোগী তরুণ মানুষকে মানবিক সহায়তা দিতে এগিয়ে আসে। সে সময়ে তাদের কার্যক্রম দেশব্যাপী প্রশংসিত হয়। প্রতিবছর ঈদে পাঁচ টাকায় হত দরিদ্র মানুষকে ঈদের বাজার প্রদানের কর্মসূচি ইতিমধ্যেই দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছে। আজকের কর্মসূচীতে সহস্রাধিক মানুষকে মাত্র পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের এই উদ্যোগের জন্য হত দরিদ্র সনাতনী সম্প্রদায়ের মানুষজন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

Leave a Reply