শিরোনাম
মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার

Juyel Khandokar

কুমিল্লা দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের পর শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহান কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখ্যসহ ৩৫ জনকে আসামী করা হয়।

আটককৃত আসামি মো: শাহজাহান (৫০) উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়ার) মৃত শামসু মিয়ার ছেলে
মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেন এর বসত বাড়ির চলাচলের এক মাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেয় পাশ্ববর্তী শাহজাহান ও তার লোকজন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সংবাদ সংগ্রহে যায় স্থানীয় ৮ সাংবাদিক। সে সময় সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজ খবর নিচ্ছিল। এসময় সাংবাদিকদের উপস্থিতির সংবাদে উটখাড়া সাহেব বাড়ির শাহজাহান এর নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন দৌড়ে গিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। সাংবাদিকরা তাদের উপর হামলার কারন জানতে চাইলে কোন জবাব না দিয়েই তাদের বেধরক মারধরই করে এবং তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হয় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার ৮ সাংবাদিক। তাদের মধ্যে গুরতর আহত দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লা’র প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া একই ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন (৫০) মাথা ফাটিয়ে দেয়, সোহরাবের মা’ নার্গিস বেগম (৪২), স্ত্রী বৃষ্টি আক্তার (২০) কে পিটিয়ে মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তার (১৮) হাত ভেঙ্গে দেয়।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে এলাহাবাদ পূর্বপাড়ার মৃত শামসু মিয়ার ছেলে শাহজাহান কে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ্য পূর্বক আরো অজ্ঞাত ৩০ জনসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হলে শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু তাহের অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহানকে গ্রেফতার করেছে।

এবিষয়ে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটি মামলা দায়ের হয়। শুক্রবার বিকালে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী এজাহার ভূক্ত আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply