শিরোনাম
পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান

বুড়িচং থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ গ্রেফতার ০২

Juyel Khandokar

গত ০৩ অক্টোবর, ২০২৫খ্রিঃ, রাত ১০.৫৫ মিনিটের সময় বুড়িচং থানায় কর্মরত এসআই (নিঃ)রাকিবুল হাছান তার সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানা এলাকায় রাত্রিবেলায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ০৪নং ষোলনল ইউপির ইছাপুরা গ্রামের শাসনগাছা-বুড়িচং তিতুর খালের উপর নির্মিত পাকা ব্রীজের উপর হতে ২৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি এবং ০২ জন আসামী ১। মোঃ রিয়ান (২৮), পিতা-মোঃ দৌলত মিয়া, সাং-গাবতলী (মনিপুর) ০৯নং ওয়ার্ড, ২। মোঃ আবু (৪০), পিতা-মৃত রেসত আলী, সাং-বলেশ্বর , উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়

উক্ত বিষয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply