শিরোনাম
তারেক রহমানের সরাসরি সাক্ষাৎ পেতে ‘রিল মেকিং’ প্রতিযোগিতা ঘোষণা ৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জাতির আত্মপরিচয় অর্জনের চূড়ান্ত লড়াইয়ের বিজয় দিবস ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী আটক কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন : উদবাতুল বারী আবু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি:- চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার একটি ভাড়া বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার পুকুরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। আইভি পার্শ্ববর্তী মোহাম্মদ আইয়ুব ও ওয়াসিফা পেয়ারুল ইসলামের কন্যা। তারাও ভাড়াটিয়া পরিবার হিসেবে সেখানে থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিচ তলায় সিঁড়ির নিচে খেলার সময় শর্ট-সার্কিট থেকে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে ওই তিনশিশু। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ইব্রাহিম ঘটনাস্থলে মারা যায়। অন্যদের উন্নত চিতিৎসার জন্য উপজেলা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আবদুল বাছেত বলেন, ‘ওই বসতঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট-সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। স্বজনেরা দ্রæত সার্ভিস তার কেটে দিলে তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’
এদিকে, আড়াই বছরের শিশু ইব্রাহিমকে হারিয়ে মা আছম আরা পাগলপ্রায়। তিনি উপজেলা হাসপাতালের মেঝেতে বুক ছাপড়াতে ছাপড়াতে বিলাপ করতে থাকেন। এসময় স্বজনেরা তাকে শান্তনা দেন। মায়ের আক্ষেপ; ছোট সাথীদের সাথে খেলতে গিয়ে আজ আমার বুকের ধনকে হারালাম। এই ‘ক্ষত’ আমি কিভাবে মুছি?

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শিশুর লাশ দাফনের ব্যাবস্থা করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

Leave a Reply