আজিজুল ইসলাম যুবরাজঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক।
সভাটি সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, শিক্ষকদের সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



