শিরোনাম
তারেক রহমানের সরাসরি সাক্ষাৎ পেতে ‘রিল মেকিং’ প্রতিযোগিতা ঘোষণা ৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জাতির আত্মপরিচয় অর্জনের চূড়ান্ত লড়াইয়ের বিজয় দিবস ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী আটক কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন : উদবাতুল বারী আবু

সংস্কার বিরোধীরা জাতি ও জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করছে – মাহবুবুর রহমান বেলাল

Chif Editor

শিল্পী আক্তার রংপুর জেলা প্রতিনিধি:- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, “ ২৪ এর গণঅভ্যুত্থানের জুলাই শহীদদের চেতনা উপেক্ষা করে একটি দল শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে সংস্কারের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে।”

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় রংপুর টাউন হলে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর বেলাল বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দুঃশাসনের অবসান ঘটবে এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের ক্ষতচিহ্ন টিকিয়ে রাখতে একটি বিশেষ দল কাজ করছে। তাদের কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার সংবিধান অক্ষত রেখে তারা পুরনো স্বৈরতন্ত্রের ধারাকে বহাল রাখতে চাইছে — যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি আরও বলেন, “যদি শিক্ষা, নির্বাচন ও বিচার ব্যবস্থায় সংস্কার না হয়, তবে শহীদদের আত্মদান বৃথা যাবে। এই সিস্টেম টিকিয়ে রাখলে দেশে কোনো নির্বাচনই কার্যকর হবে না। আমরা এই দেশে নতুন চোর, নতুন ডাকাত বা নতুন সন্ত্রাস প্রতিষ্ঠিত হতে দেব না।”

শিক্ষকদের দুরবস্থার প্রসঙ্গে অধ্যাপক বেলাল বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের হাসির পাত্র বানানো হয়েছে। যখন একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মাত্র পনেরোশত টাকা, চিকিৎসা ভাতা সাতশত টাকা — তখন সেটি সম্মান নয়, অপমান। শিক্ষকদের যে বেতন-ভাতা দেওয়া হয় তা সম্মানী নয়, বরং অসম্মানী। বেসরকারি শিক্ষকদের পেনশন পেতে তিন বছর অপেক্ষা করতে হয় — এটি শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের অবহেলার নগ্ন উদাহরণ।”

তিনি বলেন, “আজ দরকার সংস্কারকৃত একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেদের সীমার মধ্যে থেকে কাজ করবেন এবং বিচারব্যবস্থা স্বাধীনভাবে পরিচালিত হবে। শহীদদের স্বপ্ন পূরণে এর কোনো বিকল্প নেই।”

ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মশিউর রহমান ও শাহ মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশন এর রংপুর মহানগরীর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ এটিএম আযম খান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা এনামুল হক, মহানগর শাখার কেএম আনোয়ারুল হক কাজল, অধ্যাপক রায়হান সিরাজী, আলামিন হাসান, অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে, টাউন হলের সামন থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি নগরীর সিটি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলের সামনে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

Leave a Reply