শিরোনাম
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা: সুয়াবিলের যুবক নিহত ফটিকছড়িতে সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে বালির বদলে মাটি কমলনগরে অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবনে বাঁধা দেওয়ায় আপন চাচার বসত ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট! মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর ফুলেল শুভেচ্ছা! ভয়ংকর দখল চক্র, হট স্পট চন্দ্রিমা মডেল টাউন নেপথ্যে কামরুল, এখনো প্রকাশ্যে এফ রহমানের ঘনিষ্ঠ তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে নয়ন ও সাঈদ দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে জব্দ দুই ড্রেজার ১ হাজার ফুট পাইপ ধংস ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে শিক্ষক আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা ৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক

Juyel Khandokar

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের সন্তান রাসেল নামে একজনকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। জানা যায় আটক রাসেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী।

রোববার (৫ অক্টোবর) বিকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের লোকজনের সাথে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী গ্রামের রাসেলের সাথে। উভয়পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।

এঘটনার পরপরই স্থানীয়রা পিস্তল সহকারে যুবদল কর্মী রাসেলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম  জানান, পিস্তলসহ আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আগেও দুইটি মামলা রয়েছে।

Leave a Reply