Author: Nasir Uddin Pollob
দোহার (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলায় র্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১৫ জুন বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন বটিয়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,১০,০০০/- (এগার লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৩৭ (সাঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সোহাগ মোল্লা (৩৫) বলে জানা যায়। এছাড়া একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন দোহার নূরপুর খেলার মাঠ বটতলা সংলগ্ন এলাকায় আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যের ০২…
ইসমাইল হোসেন সাকিল দোহার – নবাবগঞ্জ প্রতিনিধি : শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়ন দক্ষিণ ছত্রভোগ গ্রামে বালুর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ সেকেন্দার (৪০) নামে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি অত্র এলাকার শেখ ছামাদ কুন্ডর ছেলে। এই ঘটনায় মোটর সাইকেল চালক শেখ সেকেন্দারের শ্যালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত সেকেন্দার সম্পর্কে দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সুজাহার বেপারীর ভাইরা।
দোহার (ঢাকা) প্রতিনিধি ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গবিন্দপুর এলাকার সৌদি-আরব প্রবাসী শ্রী রতন হালদারে স্ত্রী শিখা হালদার (২৩) এর মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার বিকালে এলাকাবাসী ও মৃতের স্বজনরা শিখা হত্যার বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করেছে। নিহত শিখা হালদারের পরিবারের সদস্যদের দাবি শিখাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। শিখা ওই এলাকার মোহনবাশি হালদারের মেয়ে এবং নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গবিন্দপুর এলাকার সুনিল হালদারের ছেলে, সৌদি আরব প্রবাসী শ্রী রতন হালদারে স্ত্রী। পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে, যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর শিখা হালদারের শশুরবাড়ি থেকে শিখার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।…
দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে শিকারী পাড়া তোফাজ্জেল হোসেন চৌধুরী কলেজ গভর্নিংবডি ,শিক্ষক ও কর্মচারীবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৩ এর আনুষ্ঠানিকতা শুরু হয় আজ বেলা ১১ টায় কলেজ ভবনে।কলেজ অধ্যক্ষ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন চৌধুরী বাবর মিয়া। জাতীয় শিক্ষা সপ্তাহ -২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে ২০১৭,২০১৮,২০২২ ও ২০২৩ খ্রিঃ এর চতুর্থ বারের মতো কলেজ পযায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় গভর্নিং বডির সদস্যরা তাদের বক্তব্যে কলেজের শিক্ষার মান ও শ্রেষ্ঠত্বের এই ধারাবাহিকতা ধরে রাখার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০। আটকৃতরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের আ. রশিদের ছেলে সেলিম রানা(৩৪) এবং একই উপজেলার মহিষকুন্ডী কলেজ রোড এলাকার সাজেদুল ইসলামের মেয়ে মোসা. শবিতা(৩২)। র্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকায় র্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩ হাজার ৫শত টাকাসহ সেলিম রানা ও শবিতাকে আটক করে। পরে মামলা দিয়ে তাদেরকে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, আসামীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে…
ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন। দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে…
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার কৈলাইলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজলার কৈলাইলে নাসির উদ্দিন বেকারি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বেকারিতে কেক তৈরি করতে পাম ওয়েল ব্যবহারের পাশাপাশি অত্যন্ত নোংরা পরিবেশে অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করে আসছে। ভ্রাস্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে নাসির উদ্দীন বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া স্বাস্থ্যকর…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.