শিরোনাম
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী ও ইয়াছিনের ঐক্যবদ্ধ বৈঠক অনুষ্ঠিত ফটিকছড়িতে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, উপকৃত ১২০ জন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক স্মরণ সভা জাসাসের

ফটিকছড়িতে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, উপকৃত ১২০ জন

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, চট্রগ্রাম ফটিকছড়ি, প্রতিনিধি :- চট্রগ্রাম ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘীতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি।

১৭ জানুয়ারি শনিবার সকালে হরিণাদিঘী মাদ্রাসা মাঠে সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কীর্তিমান সন্তান ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম হোসেন বলেন, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে না পড়ে সে লক্ষ্যেই এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা এবং দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জেনারেশন জেড (Gen Z) অগ্রভাগে ছিল। যুবসমাজ চাইলে সমাজ ও রাষ্ট্র বদলে দিতে পারে। এক সময়ের অবহেলিত হরিণাদিঘী আজ অনেক এগিয়েছে। বর্তমান সময়ে যখন নানা অপচেষ্টা চালিয়ে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা চলছে, তখন এলাকার কল্যাণে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরা চাই, হরিণাদিঘী চট্টগ্রামের একটি আদর্শ গ্রামে পরিণত হোক।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জনের বেশি শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রফেসর তৈয়ব আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরিণাদিঘী মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, ছাত্রনেতা শওকত আলী, ব্যবসায়ী সাইফুল আলম, প্রবাসী হাফেজ আব্দুল করিম এবং আনোয়ারুল আজিম নয়ন।

সংগঠনের সেক্রেটারি আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল আবছার, ব্যবসায়ী মহিবুল্লাহ, মোরশেদ সওদাগর, শেখ জায়েদ চৌধুরী, জাবেদ মোরশেদসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।

Leave a Reply