
অনলাইন ডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে কুমিল্লা রুট পর্যন্ত বাস সার্ভিস চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ উদ্বোধন করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় পরিবহনের অন্যতম ইশতেহার ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপের শুভ উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি, ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং বাস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।


