প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- পাবনায় শ্বাসরুদ্ধকর অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলি সহ ৪ জন কে আটক করেছে পাবনা জেলা গোযেন্দা শাখার সদস্যরা। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকা ও দক্ষিণ রাঘবপুর এলাকার শায়েস্থা খান রোড এবং পূর্ব শালগাড়িয়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন,পাবনা সদর থানার বলরামপুর আহাদ বাবুর গলি এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন অরফে বাঙ্গাল মামুন (৪৭) একই এলাকার মৃত-কোবাদ শেখ এর ছেলে মোঃ আরিফ হোসেন(২৫),পাবনা সদর থানার শিবরামপুর এলাকার মোঃ আব্দুস সোবাহানের ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩৫) এবং সদর থানাধীন পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড এর আঃ রাজ্জাক এর ছেলে মোঃ রিপন (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তির তথ্যানুসারে, মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস)দ্বয়ের তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেত্বত্বে এসআই বেনু রায় সহ একটি চৌকস টীম পাবনা মনসুরাবাদ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার সহ চার রাউন্ড তাজা কার্তুজ, অপর একটি অভিযানে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে পাবনা দক্ষিণ রাঘবপুর এলাকায় শায়েস্থা খান রোডে জণৈক হাদীউলের ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি (যাহার মধ্য ৪২ টি তাজা এবং ১১ টি ফায়ার্ড কার্তুজ এবং এসআই মোঃ আঃ লতিফ এর নেতৃত্বে একটি চৌকস টীমের অভিযানে পূর্ব শালগাড়িয়া জনৈক আওয়ালের বাসা থেকে ০৩ রাউন্ড তাজা গুলি সহ ০২ জন আটক হয়।
গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু হয়েছে ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.