লেখক - শিল্পী আক্তার :- একসময় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার বাঁশঝাড়, আমগাছ কিংবা বসতবাড়ির আঙিনায় ভেসে আসত দোয়েলের মধুর ডাক। কালো-সাদা পালকের ছোট্ট এই পাখিটি ছিল আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অথচ আজ সেই পরিচিত দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। জাতীয় পাখি দোয়েল যেন নীরবে হারিয়ে যাচ্ছে আমাদের চারপাশ থেকে।
প্রকৃতিপ্রেমী ও পাখি বিশেষজ্ঞদের মতে, দোয়েল কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। নির্বিচারে গাছ কাটার ফলে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। নগরায়ণ ও ইট-বালুর আগ্রাসনে গ্রাম-শহরের সবুজ পরিবেশ সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি কীটনাশকের অতিরিক্ত ব্যবহার দোয়েলের খাদ্যসংকট সৃষ্টি করছে, যা তাদের বংশবিস্তারেও নেতিবাচক প্রভাব ফেলছে।
দোয়েল শুধু একটি পাখি নয়—এটি আমাদের জাতিসত্তার প্রতীক। দেশের মুদ্রা থেকে শুরু করে কবিতা-গানে দোয়েলের উপস্থিতি আমাদের ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু বাস্তবতায় আজ শিশুদের অনেকেই দোয়েলকে চেনে শুধু বইয়ের ছবিতে, প্রকৃতিতে নয়—এ এক গভীর উদ্বেগের বিষয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৫ দেশপত্র