প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
‘আমাদের মুক্তি দেবে কবে’ পরীমণির উদ্দেশে আসিফ
অনলাইন ডেস্ক :- জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি সবসময়ই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্কেও উঠে আসেন এই গায়ক।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ আকবর। সেখানেই দেশের তারকাদের নিয়ে একের পর এক সোজাসাপ্টা মন্তব্য করে আবারও আলোচনায় আসেন তিনি।
অনুষ্ঠানে উপস্থাপক যখন অভিনেত্রী পরীমণিকে নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ খোলামেলাভাবেই নিজের ভাবনার কথা বলেন আসিফ। তার ভাষায়, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটাও আমাকে বলো।’
তবে সমালোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। আসিফ জানান, পরীমণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক’।
শুধু পরীমণিই নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও প্রশ্নের মুখে ফেলতে চান এই সংগীতশিল্পী। আসিফ বলেন, শাকিবের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন গলার টোন একরকম থাকে। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু, সৈয়দ আব্দুল হাদী, এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কীভাবে এনজয় করছেন?’এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্লেব্যাকের নিজস্ব একটা ব্যাকরণ আছে। বিষয়টা শিল্পীদের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’
এখানেই শেষ নয়। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকেও প্রশ্ন ছুড়ে দিতে চান আসিফ আকবর। তার কণ্ঠে খানিকটা আক্ষেপ, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে আপনাকে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না!’
স্পষ্টভাষী আসিফ আকবরের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, এবার কার জবাব আসে, সেটাই দেখার অপেক্ষায় সবাই।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র