নিজস্ব প্রতিবেদক।।১লা জানুয়ারী এই বিশেষ দিনে তার শুভাকাঙ্ক্ষীরা সবাই একত্রিত হয়ে দেলোয়ার জাহান ঝন্টুর এর জন্মদিন উদযাপন করছেন।চলচ্চিত্র জগতে দেলোয়ার জাহান ঝন্টু এর অসাধারণ অবদান এবং পরিশ্রমের জন্য সবার মাঝে তিনি এক আলোকিত ব্যক্তিত্ব। গতকালকের দিনটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তিনি আরও এক বছর পরিপূর্ণ করেছেন এবং নতুন দৃষ্টিভঙ্গি, আশা ও সপ্ন নিয়ে সামনে এগিয়ে চলেছেন।
তার জন্মদিনে উপস্থিত ছিলেন,নাট্যকার ও সাংবাদিক হৃদয়ে পতাকা ২রা মার্চ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিয়া আরো ছিলেন নাট্যকার শামীম হাসান বলেন,
দেলোয়ার জাহান ঝন্টু ভাই হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা।[১][২] তিনি লিডার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বন্দুক, এবং এটি মুক্তি পায় ১৯৭৮ সালে। মার্চ ২০২১-এর হিসাব অনুযায়ী, চার দশকেরও বেশি কর্মময় জীবনে তিনি ৭৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশী চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা এবং সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছেন।[১][২][৩] তার সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র সুজন মাঝি, যা ২০২৩ সালে মুক্তি পায়।
দেলোয়ার জাহান ঝন্টু তার পেশাগত জীবনে বহু সফলতা এবং অর্জন রয়েছে, তবে তার মানবিকতা এবং সদ্ভাবনায় তিনি আরও বেশি জনপ্রিয়। তার পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শুভাকাঙ্খীরা তাকে সাফল্য ও সুখী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।