শিরোনাম
আর নয় চায়না এখন ঠাকুরগাঁয়ে পাওয়া যাচ্ছে কমলা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে : রংপুর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা দেবিদ্বারে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার ওবায়দুল কাদের-পরশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ গুম ও হাওর সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন তারেক রহমানের সংবর্ধনা: নেতা-কর্মীদের আনতে ‘স্পেশাল ট্রেন’ চেয়ে বিএনপির আবেদন

আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না : সাদিয়া আয়মান

Special Correspondents

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজ করেছেন অসংখ্য দর্শক প্রিয় নাটকে। অভিনয় দক্ষতায় ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়া এই অভিনেত্রী বরাবর অন্যায়ের প্রতিবাদে সোচ্চার। যার প্রমাণ মিলে তার নানা সময়ের ফেসবুক পোস্টে।

এর মধ্যে গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সাদিয়া আয়মান। সে সময় অভিনেত্রীর ‘অপ্রস্তত’ অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন। এতেই রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়তে হয় অভিনেত্রীকে। সে সময় সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চেয়ে ছিলেন সাদিয়া আয়মান।

এবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। সম্প্রতি ওই সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে; যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি। আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল।’

Leave a Reply