শিরোনাম
আর নয় চায়না এখন ঠাকুরগাঁয়ে পাওয়া যাচ্ছে কমলা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে : রংপুর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা দেবিদ্বারে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার ওবায়দুল কাদের-পরশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ গুম ও হাওর সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন তারেক রহমানের সংবর্ধনা: নেতা-কর্মীদের আনতে ‘স্পেশাল ট্রেন’ চেয়ে বিএনপির আবেদন

বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায়

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনটি বিকল করে দেওয়া হয়।

২ রা সেম্টম্বর মঙ্গলবার বিকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এবং বুড়িচং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে অবৈধ ড্রেজার পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে মেশিনটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর ব্যবহার করা না যায়।
ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও নদী-নালার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম রোধে আমাদের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোপনে এভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, পাশাপাশি গ্রামের সড়ক ও ভেঙে যাচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

সরকার বারবার সতর্ক করলেও অবৈধ ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষি জমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। তাই ড্রেজার ব্যবহার করে অবৈধ মাটি কাটায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply