
অনলাইন ডেস্ক:- পরিচালক শহিদুল আলম বলেছেন যে, ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখে যাওয়া তাঁদের বহনকারী জাহাজটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে এবং তিনি অপহরণের শিকার হয়েছেন।
তিনি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর একটি জাহাজ, ‘কনশেনস’-এ ছিলেন।
এই জাহাজটিতে সাংবাদিক, চিকিৎসক এবং অধিকারকর্মীরা ছিলেন। ইসরায়েলি বাহিনী এই নৌবহরে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।
শহিদুল আলম নিজে ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনা জানান। তিনি ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে অপহরণ বলে অভিহিত করেছেন।



