ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত মেনে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকাগুলো থেকে সরে যেতে শুরু করলে মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।
গাজার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সমুদ্র ঘেঁষা আল-রশিদ সড়কে সারারাত অপেক্ষার পর ইসরায়েলি বাহিনী সরে যেতেই তারা দলে দলে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বিধ্বস্ত বাড়ির দিকে যাত্রা শুরু করেন।
এছাড়াও, ইসরায়েলি সেনারা গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর, উত্তরাঞ্চলের বেঈত হানুন, বেঈত লাহিয়া এবং রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বেশিরভাগ অংশে এখনও অবস্থান করছেন। আইডিএফ জানিয়েছে, এসব এলাকায় যাওয়ার চেষ্টা করলে চরম বিপদে পড়ার শঙ্কা রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.