কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:- আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত আশীর্বাদ ভিলায় অনুষ্ঠিত হল মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর পক্ষ থেকে বিজয়ী সম্মিলনী। এদিন প্রায় শতাধিক ব্লক তৃনমূল দলের নেতা ও কর্মীদের উপস্থিতিতে ভীড় উপচে পড়ে। দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই সারা পশ্চিম বাংলা জুড়ে শুরু হয়েছে তৃনমূল দলের পক্ষ থেকে বিজয়ী সম্মিলনী অনুষ্ঠান। এদিন মগরাহাট পশ্চিমের উস্তি তে আশীর্বাদ ভিলায় অনুষ্ঠিত হয়েছে দূর্গা পূজার বিজয়ী সম্মিলনী।এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও উদ্বোধন করেন পশ্চিম বাংলার সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা গিয়াসউদ্দিন মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নুর খাতুন বিবি ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভুমি ও বন মন্ত্রণালয়ের কর্মধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের গুরুপ লিডার সাবির হোসেন পুরকায়স্থ এবং শ্রমিক মজদুর তৃনমূল কংগ্রেস এর সভাপতি ফিরোজ উদ্দিন পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা শ্রী মুরারী মোহন লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বৈকালে যখন দূর্গা পূজার বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আগামী 2026,শে পশ্চিম বাংলার বিধান সভা নির্বাচনে সারা বাংলা থেকে বিজেপি কে বিতাড়িত করার ডাক দিয়েছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি বলেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রতিটি বুথে বুথে সাধারণ মানুষ কে জানাতে হবে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবে গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
সেই বিকাশ ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ এবং স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ও শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিকাশ ঘটিয়েছে তা তুলে ধরতে হবে। এখন থাকতে প্রতিটি দলীয় নেতা ও কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের কে নিয়ে কাজ করার আহ্বান জানান। পশ্চিম বাংলার গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ধরে রাখতে পুনরায় পশ্চিম বাংলার ক্ষমতায় আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিকল্প নেই তা সুনিশ্চিত করতে হবে। এখন থাকতে প্রতিটি বুথে বুথে গন উন্নয়ন প্রকল্প সাথে দলের কর্মসূচি পালন করতে এগিয়ে আসতে হবে। মানুষের সুখ দুঃখের সঙ্গে নিজের কে আবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ও নেতা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.