শিরোনাম
ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলার আসামি গ্রেফতারে বৈষম্যের অভিযোগ, বিভিন্ন পেশাজীবনে সংগঠনে দূর্বৃত্তরা স্বাধীনতাবিরোধীদের কথায় কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না: গয়েশ্বর গণমাধ্যম যদি পকেটে ঢুকে যায় তখন কিন্তু সমস্যা : মির্জা ফখরুল ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাউল আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে উপদেষ্টা ফারুকীর স্ট্যাটাস এবার বিজেপির ‘মিশন বাংলা’ পরিকল্পনা ফাঁস সাংবাদিক নিবর্তনে আকাশের যত তারা, আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি আনন্দ আর উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে নারী ও গাজা দিয়ে মেম্বারকে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল ও যুবদল নেতা গ্রেফতার 

এবার বিজেপির ‘মিশন বাংলা’ পরিকল্পনা ফাঁস

Juyel Khandokar

ভারতে বাঙালির ভোট আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং বিহারে জয়ের উৎসব পরবর্তী সময় থেকে কলকাতার মমতা ব্যানার্জিকে সরানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে বিজেপি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি

সূত্রের বরাত দিয়ে এনিটিভি জানায়, বিজেপির মূল লক্ষ্য মমতা ব্যানার্জি নয়, বরং তারা টার্গেট করছে তৃণমূলের এমন কর্মীদের, যাদের আবিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সত্যিকারের আনুগত্য নেই। এর ফলে পার্টির তলায় থাকা সমর্থন হ্রাস পাবে।

তৃণমূলের কর্মীদের ওপর কেন্দ্রিত কৌশল

২০২১ সালের রাজ্য নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে দলে ভিড়িয়েছিল, যেমন সুবেন্দু অধিকারী। তবে এবার দলে ঢোকার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কারণ এটি ভোটভাগ বাড়াবে না।

বিজেপি, তৃণমূলের স্থানীয় কর্মীদের অন্তর্ভুক্ত করে প্রচারণা শক্তিশালী করতে চায়, যাতে দীর্ঘ ও কার্যকর প্রচারণা সম্ভব হয়। কিন্তু বিদ্যমান রাজনৈতিক নেতাদের কোনো সমস্যা হবে না। 

ধর্ম ও আঞ্চলিক ভারসাম্য

বিহারে বিজেপি ও জেডিইউ-এর কাস্টি-ভিত্তিক কৌশল সাফল্য লাভ করেছিল। তবে বাংলায় কাস্টি রাজনীতি প্রধান বিষয় নয়। তাই বিজেপি আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্য বজায় রেখে কৌশল গ্রহণ করবে।

হিন্দু-মুসলিম ভোট বিভাজন

বাংলার প্রায় ৩০ শতাংশ জনগণ মুসলিম হলেও তারা প্রায় ৩০ থেকে ৪০টি আসনে প্রভাবশালী, যা মোট আসনের ১৪ শতাংশের কম। বিজেপি আশা করছে হিন্দু ভোটের ধ্রুবীকরণে সুবিধা পাবে।সংখ্যা ও পরিকল্পনা

গত চারটি নির্বাচন (২ রাজ্য ও ২ কেন্দ্রীয়) থেকে বিজেপি ১০০-এর বেশি আসন জিতেছে। এবার তারা ১৬০ থেকে ১৭০ আসনের লক্ষ্য রাখছে। তবে সাফল্য পেতে প্রার্থী নির্বাচনে সতর্কতা জরুরি।

বিজেপি ধীরে ধীরে বাংলায় শক্তিশালী হচ্ছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ জেলা, যেখানে ভোট ভাগও বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসন ও ৪০ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছিল, ২০২১ রাজ্য নির্বাচনে ৭৭ আসন ও ৩৮ দশমিক ১৪ শতাংশ ভোট ভাগ পেয়েছিল।

এনডিটিভি জানায়, তৃণমূলের সর্বোচ্চ ভোট ভাগ প্রায় ৪৮ শতাংশ, তাই বিজেপিকে জয় পেতে আরও ৬ শতাংশ ভোট সংগ্রহ করতে হবে। এটি বিজেপির সংগঠন এবং কার্যকারিতার এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply