
অনলাইন ডেস্ক :- বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ফ্রান্স। আজ মঙ্গলবার বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই শোক জানানো হয়।
শোক বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে, বেগম জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকের এই সময়ে ফ্রান্স তার পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার লিগ্যাসি স্মরণ করা হবে।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


