শিরোনাম
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

একে অপরকে পারমাণবিক স্থাপনার তালিকা দিলো ভারত-পাকিস্তান

Chif Editor

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরের কাছে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, পারমাণবিক স্থাপনার পাশাপাশি দুই দেশ নিজেদের কারাগারে বন্দি থাকা নাগরিকদের তথ্যও একে অপরের সাথে বিনিময় করেছে।

পারমাণবিক স্থাপনায় হামলা রোধে ১৯৮৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে দুই দেশ তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোর তালিকা বিনিময় করে। চুক্তির মূল লক্ষ্য হলো—ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হলে এই স্থাপনাগুলোকে হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা।

একই দিনে ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের কারাগারে বন্দি থাকা অপর দেশের নাগরিকদের তালিকা আদান-প্রদান করেছে। ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দি আছেন এবং পাকিস্তানও তাদের কাছে থাকা ভারতীয় বন্দিদের সংখ্যা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত মে মাসে সীমান্তে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছিল। তবে সম্প্রতি ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য বিনিময়ের মাধ্যমে দেশ দুটি পুনরায় কূটনৈতিক বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে।

সূত্র: সামা টিভি

Leave a Reply