দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরের কাছে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, পারমাণবিক স্থাপনার পাশাপাশি দুই দেশ নিজেদের কারাগারে বন্দি থাকা নাগরিকদের তথ্যও একে অপরের সাথে বিনিময় করেছে।
পারমাণবিক স্থাপনায় হামলা রোধে ১৯৮৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে দুই দেশ তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোর তালিকা বিনিময় করে। চুক্তির মূল লক্ষ্য হলো—ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হলে এই স্থাপনাগুলোকে হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা।
একই দিনে ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের কারাগারে বন্দি থাকা অপর দেশের নাগরিকদের তালিকা আদান-প্রদান করেছে। ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দি আছেন এবং পাকিস্তানও তাদের কাছে থাকা ভারতীয় বন্দিদের সংখ্যা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত মে মাসে সীমান্তে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছিল। তবে সম্প্রতি ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য বিনিময়ের মাধ্যমে দেশ দুটি পুনরায় কূটনৈতিক বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে।
সূত্র: সামা টিভি
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.