অনলাইন ডেস্ক :- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দুই নেতা এই অপূরণীয় ক্ষতিতে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়ার ওপর অশেষ রহমত ও মাগফেরাত দান করেন, তাকে চিরকাল জান্নাতে স্থান দেন এবং তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.