অনলাইন ডেস্ক :- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে নিজেদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে বড় ধরণের ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান ও চীন। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সাম্প্রতিক বেইজিং সফরের পর দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আজ সোমবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানাগেছে।
বৈঠকের গুরুত্বপূর্ণ দিকগুলো:
উভয় দেশই মনে করে, এই সুসম্পর্ক কেবল দুই দেশের জন্য নয়, বরং পুরো এশিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পর্কের ৭৫ বছর উদযাপন: পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী যথাযথ ও বর্ণাঢ্যভাবে উদযাপন করতে দুই দেশই সম্মত হয়েছে।
কূটনৈতিক তৎপরতা: সফরের অংশ হিসেবে ইসহাক দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সাথে সাক্ষাৎ করেন এবং ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানান। এছাড়া চীনা নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে পাকিস্তান ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যাওয়ার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এই সফর পাকিস্তান ও চীনের ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.