প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
এবার জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ ইঙ্গিত!
অনলাইন ডেস্ক :- এর আগে, রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মতো করে বিশ্বের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও অপহরণমূলক অভিযান চালানো যেতে পারে। এ তালিকায় তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নাম উল্লেখ করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক মন্তব্যে মেদভেদেভ বলেন, ‘এই ঘটনাপ্রবাহের কার্নিভালে নিও-নাৎসি মার্জকে অপহরণ করা হলে তা হতে পারে এক দারুণ মোড়।’
তিনি আরও দাবি করেন, এমন কোনো ঘটনা অবাস্তব নয় এবং জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। তার ভাষায়, ‘এতে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন সাধারণ নাগরিকরা অকারণে ভুগছে।’
মেদভেদেভের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।
জার্মান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.