ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান মার্কিন কংগ্রেস সদস্য আন্না পাউলিনা লুনা বলেছেন, ‘আমি স্টেট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেয়েছি, যাতে রুশ ডুমা থেকে চারজন সদস্য কংগ্রেসের সদস্যদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পারেন।’
রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ, ডুমার চারজন সদস্য জানুয়ারিতে ওয়াশিংটনে আমন্ত্রণ পেয়েছেন, যেখানে তারা ইউক্রেন পরিস্থিতিসহ নানা বিষয়ে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে পরামর্শ করবেন, বলেছেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য লুনা।
তিনি সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, ‘আমি স্টেট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেয়েছি যাতে রুশ ডুমার চারজন সদস্য কংগ্রেসের সদস্যদের সঙ্গে শান্তি আলোচনা করতে পারেন। ইতোমধ্যে আমি তাদের জন্য এখানে ওয়াশিংটনে আসার জন্য একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছি।’
রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার দারচিয়েভ ৯ ডিসেম্বর মার্কিন কংগ্রেস ভবনে আন্না পাউলিনা লুনার আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দেন, বলে জানিয়েছে রুশ দূতাবাস। দারচিয়েভ ১৪ অক্টোবর লুনাকে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।
রুশ কূটনৈতিক সূত্রে জানাগেছে রুশ রাষ্ট্রদূত লুনাকে কিছু সংগৃহীত দলিল হস্তান্তর করেলেন, যা জন এফ. কেনেডির হত্যাকাণ্ড নিয়ে একটি বইয়ের জন্য সংগ্রহ করা হয়েছিল। দূতাবাস উল্লেখ করেছে যে বইটি সোভিয়েত ইউনিয়নের গোপন নথির ভিত্তিতে তৈরি, যা নভেম্বর মাসে রাশিয়ায় প্রকাশিত হবে।
২৫ অক্টোবর, লুনা ফ্লোরিডার মিয়ামিতে রুশ প্রেসিডিন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠক করেছিলেন। দিমিত্রিয়েভের সঙ্গে আলোচনা শেষে লুনা বলেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রুতা থাকার কিছু নেই। তিনি রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে আলোচনা শুরু করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন, তিনি মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে আশাবাদী। তার ভাষায়, ‘সামনে অবশ্যই এমন একটি সুযোগ আসতে পারে।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.