অনলাইন ডেস্ক :- রাশিয়ার ভোরোনেজ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ড্রোনের ধ্বংসাবশেষ একটি বাড়ির ওপর পড়ে গুরুতর আহত হওয়া এক তরুণী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশটির গভর্নরের তথ্য অনুযায়ী, ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া অন্তত ১০টির বেশি অ্যাপার্টমেন্ট ভবন, কয়েকটি ব্যক্তিগত বাড়ি এবং একটি উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ভোরোনেজের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ১৭টি ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ১০ লাখ মানুষের এই শহরে এটিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলাগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, শুক্রবার রাশিয়া পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ইউক্রেনের একটি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউরোপীয় মিত্ররা এটিকে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার বিরুদ্ধে একটি বার্তা হিসেবে দেখছে।
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রোববার ভোরে রাশিয়া ১৫৪টি ড্রোন দিয়ে হামলা চালায়, যার মধ্যে ১২৫টি ভূপাতিত করা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝিটোমির অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলায় দুজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর ভিটালি বুনেচকো।
এছাড়া খারকিভ শহরের দক্ষিণে মভচানি গ্রামে হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১৫০ বর্গমিটার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.