
অনলাইন ডেস্ক :- বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল সমীকরণে জ্বালানি নিরাপত্তার স্বার্থে নতুন উৎস খুঁজছে ভারত। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে রাশিয়ার তেলের বিকল্প হিসেবে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির জোর তৎপরতা শুরু করেছে দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
রয়টার্স ও আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্সের প্রতিনিধিরা বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে যে, একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভারতকে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেওয়া হতে পারে, তবে পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রশাসনের হাতে।
এক সময় ভেনেজুয়েলার তেলের অন্যতম বড় বাজার ছিল ভারত। রিলায়েন্সের গুজরাট পরিশোধনাগারগুলো ভেনেজুয়েলার ‘মেরেই’ গ্রেডের মতো ভারী ও সস্তা তেল প্রক্রিয়াজাতকরণে সক্ষম। নিষেধাজ্ঞা আরোপের আগে ভারত দৈনিক প্রায় ৪ লাখ ব্যারেল তেল আমদানি করত ভেনেজুয়েলা থেকে। এখন রাশিয়ার বিকল্প হিসেবে সেই পুরনো বাজারকেই বেছে নিতে চাইছে নয়াদিল্লি।



