প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
বিক্ষোভ দমনে ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক :- ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। গতকাল শনিবার রাতেও রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত তিন দিনের সহিংসতায় কয়েক শ বিক্ষোভকারী হতাহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে।
বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যারা বিক্ষোভ করছেন, তাদের ‘আল্লাহর শত্রু’ (মোহারেবেহ) হিসেবে বিবেচনা করা হবে।" উল্লেখ্য, ইরানি আইনে এই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের মাত্র ছয়টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। চিকিৎসকদের মতে, নিহতদের অধিকাংশেরই শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
ইরানের অভ্যন্তরীণ এই আন্দোলন এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। গতকাল লন্ডনে ইরানি দূতাবাসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে এক ব্যক্তি দূতাবাস ভবনের বারান্দায় উঠে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এই ঘটনায় লন্ডন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ ডিসেম্বর আন্দোলন শুরু হলেও বর্তমানে তা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে মোড় নিয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.