শিরোনাম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাগ্রত ওকে আইকনিক এওয়ার্ড ২০২৬ গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি ঘিওরে স্বপ্নসিড়ি শিক্ষালয় এর বার্ষিক ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত বুড়িচংয়ে বাবার বাড়িতে বেড়াতে এসে তুচ্ছ ঘটনায় অন্তঃসত্ত্বা খুন কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা কুমিল্লায় স্বতন্ত্র-প্রার্থী হাজী ইয়াসিনকে হতাশ করলেন বেগম রাবেয়া চৌধুরী বন্দরটিলা জেলে পাড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হাদী হত্যার বিচারের দাবীতে অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জের অভিযোগ ইরানের চলমান অস্থিরতার নেপথ্যে কারা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আরব আমিরাতে দণ্ডিত আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা

Chif Editor

অনলাইন ডেস্ক :-  জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া আরও ২৫ প্রবাসী বাংলাদেশি নাগরিককে সাধারণ ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তরা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলা অস্থিরতার প্রেক্ষাপটে আমিরাতের বিভিন্ন স্থানে প্রবাসীরা বিক্ষোভে অংশ নেন। দেশটির আইন অনুযায়ী জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তকে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহনশীলতা, ন্যায়বিচার এবং বাংলাদেশের সাথে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় এর আগে মোট ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সে দেশের আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগেও কয়েক দফায় বন্দিদের ক্ষমা করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যার ধারাবাহিকতায় এবার আরও ২৫ জন মুক্তি পেলেন।

Leave a Reply