প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে সেই বৈঠক প্রসঙ্গে যা বলল ভারত
অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠককে নিয়মিত কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে হওয়া বৈঠকটিও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, এ বছরের শুরুর দিকে তিনি ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন।
শফিকুর রহমান আরও বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সব পক্ষের মধ্যে উন্মুক্ত যোগাযোগ প্রয়োজন এবং সম্পর্কোন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
রয়টার্স এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে সে সময় কোনো উত্তর পাওয়া যায়নি। প্রায় দুই সপ্তাহ পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল ভারত।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র