
ইরানের জাতীয় পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান বলেছেন, যেসব মানুষকে কর্তৃপক্ষ ‘দাঙ্গা’ বলে অভিহিত করা বিক্ষোভে অংশ নিতে প্রতারণার শিকার হয়ে যুক্ত হয়েছে, তারা যদি তিন দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করে, তবে তাদের প্রতি তুলনামূলকভাবে নমনীয় আচরণ করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রাদান বলেন, ‘যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের শত্রু সেনা হিসেবে নয়, বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে।’
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থা তাদের সঙ্গে সহনশীলতা দেখাবে। ইরানের জাতীয় পুলিশপ্রধান জানান, আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ তিন দিন সময় দেওয়া হয়েছে।



