বৈদ্যুতিক ত্রুটি, ট্রাম্পকে বহনকারী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে

Chif Editor

অনলাইন ডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পরই ফিরে আসতে বাধ্য হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পর প্রেসিডেন্ট ট্রাম্প, তার সফরসঙ্গী ও সাংবাদিকদের বহনকারী এয়ার ফোর্স ওয়ান মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে আসে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, বিমানে ‘ছোটখাটো বৈদ্যুতিক ত্রুটি’ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ট্রাম্প ছোট একটি বোয়িং ৭৫৭ বিমানে করে আবার দাভোসের উদ্দেশে রওনা হন।

ট্রাম্প একটি এয়ার ফোর্স সি-৩২ নামে আরেকটি বিমানে চড়ে মধ্যরাতের কিছু পরেই দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তার ভ্রমণ অব্যাহত রাখেন। এটি একটি পরিবর্তিত বোয়িং ৭৫৭ যা সাধারণত রাষ্ট্রপতি ছোট বিমানবন্দরে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ব্যবহার করে থাকেন।

এই বিমানটি সাধারণত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে এবং ছোট বিমানবন্দরে যাতায়াতে ব্যবহার করা হয়। নতুন বিমানটি বুধবার মধ্যরাতের একটু পর স্থানীয় সময় উড্ডয়ন করে, যা প্রথম ফ্লাইটের তুলনায় দুই ঘণ্টারও বেশি দেরিতে।

নীল-সাদা রঙের পরিচিত নকশার এয়ার ফোর্স ওয়ান বিশ্বের সবচেয়ে পরিচিত বিমানের একটি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির প্রতীক হিসেবেও পরিচিত। বর্তমানে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি বিমান প্রায় চার দশক ধরে উড়ছে।

বোয়িং কম্পানি এগুলোর বিকল্প বিমান তৈরির কাজ করছে, তবে সেই প্রকল্পে একাধিকবার বিলম্ব হয়েছে। এই বিমানগুলোতে বিকিরণ প্রতিরোধী ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি এবং উন্নত যোগাযোগব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে প্রেসিডেন্ট বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। গত বছর কাতারের শাসক পরিবার একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান ট্রাম্পকে উপহার দেয়, যা এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করার জন্য বর্তমানে নিরাপত্তা মান অনুযায়ী সংস্কার করা হচ্ছে।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বহনকারী একটি এয়ার ফোর্স ওয়ান যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটনে ফিরে আসে।

এ ছাড়া গত অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বহনকারী একটি সামরিক বিমান যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়, কারণ বিমানের সামনের কাচে ফাটল দেখা দিয়েছিল।

Leave a Reply