অনলাইন ডেস্ক :- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষই কিছু না কিছু ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, ডাভোসে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি একাধিক বৈঠক ও আলোচনা করেছেন, যার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও ছিল। তিনি বলেন, ‘এটি শুধু অর্থের বিষয় নয়। প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার সেনা নিহত হচ্ছে—এই বাস্তবতাই সবচেয়ে বড় উদ্বেগের।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তার উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে প্রাণহানি বন্ধ করা। এ যুদ্ধ বন্ধ হলে যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপই বেশি উপকৃত হবে বলে তিনি মনে করেন। ‘আমি এটি নিজের জন্য করছি না, ইউরোপের জন্য করছি। সবচেয়ে বড় কথা, আমি জীবন বাঁচাতে চাই,’ বলেন ট্রাম্প।
বৈঠকটিকে ‘গঠনমূলক ও অর্থবহ’ হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আলোচনায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে দৈনন্দিন সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এদিকে, বৃহস্পতিবার আগেই জেলেনস্কি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় আলোচনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় আলোচনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র