
অনলাইন ডেস্ক :-
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম পরিচয়ের কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে চুরির অভিযোগ তুলে নির্মম নির্যাতন চালানো হয়।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় মিডিয়া টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।
নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর। বয়স ৩২ বছর। অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় হিন্দুত্ববাদী উগ্রবাদীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
মঞ্জুরের পরিবারের সদস্যদের দাবি, হত্যার আগে তাকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পরে তারা ৬ হাজার রুপি জোগাড় করতে সক্ষম হলেও বুধবার জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এ বিষয়ে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা কামনা করেছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


