ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮২

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বানদুং অঞ্চলে এক প্রলয়ঙ্কারী ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৮২ জন। আজ শনিবার (২৪ জানুয়ারি) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কম্পাস’ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পশ্চিম বানদুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে এই ভূমিধস ঘটে। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে ওই এলাকা প্লাবিত হওয়ার পর এই বিপর্যয় নেমে আসে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩০ হেক্টর বা ৭৪ একর এলাকা এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

নতুন করে ভূমিধসের আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply