অনলাইন ডেস্ক :- দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভয়াবহ ভূমিধসে দেশটির নৌবাহিনীর ২৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
গত শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি অঞ্চল।
ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানান, ভূমিধসের সময় সীমান্তের কাছাকাছি এলাকায় নৌ সেনাদের একটি প্রশিক্ষণ শিবির চলছিল।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, এখন পর্যন্ত মাটির স্তূপ সরিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও ৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নিহত নৌ সেনারা রয়েছেন কি না— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলা দপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত আট শতাধিক সদস্যের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র