আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:
রাশিয়ার রাজধানী মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩। জঙ্গিগোষ্ঠী (আইএস) হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার দাবি এই হামলার সঙ্গে জড়িত আছে ইউক্রেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।
শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,হামলায় যে চারজন সরাসরি জড়িত ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। প্রাথমিক তথ্য বলছে, ইউক্রেনের কেউ সেখানে আগে থেকেই তাদের জন্য পথ তৈরি করে রেখেছিলো।
পুতিন আরও বলেন, চার অস্ত্রধারীসহ হামলাকারীদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। যারা সন্ত্রাসীদের পেছনে থেকে সাহায্য করেছে তাদের খুঁজে বের করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.