শিরোনাম
রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ সার সংকট কৃষকদের নায্য দাবি নিয়ে এই ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিস ঘেরাও করুন ঠাকুরগাঁওয়ে : মির্জা ফখরুল

আজ জুমাতুল বিদা

Special Correspondents

মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা আজ। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। মুসল্লিদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।

মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

এই দিনে মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে।

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।

প্রতিবারের মতো এবারও মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমা শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।

Leave a Reply