বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। যেহেতু আগামীতে নির্বাচন সেজন্যে তাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এটা কিভাবে হয় সেটি নিয়ে আলোচনা করেছি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন মির্জা ফখরুল। এদিন সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল। প্রতিনিধিদলে মির্জা ফখরুলসহ আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।
মির্জা ফখরুল বলেন, প্রশাসনে যারা আছেন, তাদের অনেকেই পুরনো সরকারের আনুগত্য পোষণ করেন, তাদের সরাতে হবে। বিচার বিভাগে এবং সরকারের মধ্যে যারা এখনো রয়েছেন তাদেরকেও সরাতে হবে যাতে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু হয়।
মির্জা ফখরুল আরও বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদন্নোতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.