সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যায় তাঁর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভায় দেশের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিকদের সহায়তা চাইলেন। তিনি বলেন হয়তো এটাই তাঁর জীবনের শেষ নির্বাচন।
তিনি ঠাকুরগাঁওয়ে তাঁর শৈশব কৈশোরের স্মৃতি চারণ করে বলেন, ঠাকুরগাঁওয়ে ক্রিকেট খেলেছি,সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়েছি।তিনি মন্ত্রীর দায়িত্ব পালনকালে ঠাকুরগাঁওয়ে কৃষি ও কৃষকের সেচ সুবিধা সম্প্রসারিত করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য মত বিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
মত বিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সম্মানে নৈশভোজে মিলিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।


