পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অতিরিক্ত কংক্রিটনির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ ও দুর্ব্যবস্থাপনার দিকে ঠেলে দিয়েছে এবং রাজধানীর উন্নয়নের ধারণায় এখনই মৌলিক পরিবর্তন আনা জরুরি।
আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন ‘প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট পলিসি এন্ড গাইডলাইনস ফর ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট এলং ম্যাস ট্রানজিট করিডোরস’-এর চতুর্থ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান মনে করেন, কার্যকর সমন্বয়, ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
ঢাকার নাজুক গণপরিবহন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কালো ধোঁয়া নির্গমনকারী বাসের কারণে যানবাহন ও পরিবহন পরিচালনা ব্যবস্থার সংস্কার ছাড়া ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব নয়। তাঁর মতে, স্মার্ট গণপরিবহন ব্যবস্থা এখন অপরিহার্য।
তিনি আরও বলেন, ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) স্মার্ট পরিবহন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, তবে তা কোনোভাবেই পরিবেশগত অখণ্ডতা বা উন্মুক্ত স্থান নষ্ট করে করা যাবে না। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরে ধীরগতি এবং স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর প্রভাবের কারণে প্রয়োজনীয় সংস্কার কাজ এগোচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
রিজওয়ানা হাসান টিওডি উদ্যোগের মাধ্যমে নগরে আরও উন্মুক্ত স্থান, পার্ক ও সবুজায়ন সৃষ্টির সম্ভাবনায় আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি অপ্রয়োজনীয় বাজার নির্মাণে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেন এবং বলেন, ঢাকায় বাজারের অভাব নেই; অভাব নিরাপদ, উন্মুক্ত ও সহজলভ্য জনসাধারণের জায়গার।
সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং জাইকা বাংলাদেশ-এর প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তমহিদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন।



