শিরোনাম
চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট লিজ নয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র : মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলার আসামি গ্রেফতারে বৈষম্যের অভিযোগ, বিভিন্ন পেশাজীবনে সংগঠনে দূর্বৃত্তরা স্বাধীনতাবিরোধীদের কথায় কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না: গয়েশ্বর গণমাধ্যম যদি পকেটে ঢুকে যায় তখন কিন্তু সমস্যা : মির্জা ফখরুল ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাউল আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে উপদেষ্টা ফারুকীর স্ট্যাটাস এবার বিজেপির ‘মিশন বাংলা’ পরিকল্পনা ফাঁস সাংবাদিক নিবর্তনে আকাশের যত তারা, আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট লিজ নয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র : মির্জা ফখরুল

Juyel Khandokar

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট লিজ দেওয়া হয়নি বিদেশি কোম্পানিকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র। আজ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এখানে কয়েকটি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। তিনি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ পুনর্ব্যক্ত করে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট ইনতাজুল হকসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply