সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট লিজ দেওয়া হয়নি বিদেশি কোম্পানিকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র। আজ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এখানে কয়েকটি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। তিনি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ পুনর্ব্যক্ত করে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট ইনতাজুল হকসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


