অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ”দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে হেলিপ্যাড মাঠে একদিন ব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক , ভেটেনারি সার্জন রমেন চন্দ্র রায় , গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, এনসিপির বোকারাম হোসেন সাদ্দাম, প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাব পুরাতনের শফিকুল ইসলাম শিল্পী, এছাড়া প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, পশুপালন বিশেষজ্ঞ, খামারি ও সাধারণ মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, দুধ–মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বনির্ভর করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়। নতুন প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা উন্নতি। খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গবাদিপশু প্রদর্শন করে এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে নানা পরামর্শ নেন।
আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনায় উৎসাহিত করা হবে। প্রদর্শনীতে ৩০ টি স্টল ছিল এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


