বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার।
বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।
প্রাথমিকভাবে কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়, যার শেষ মেয়াদ ছিল ৩০ নভেম্বর।
নতুন করে সাত দিনের মেয়াদ বাড়ানোর এই আদেশটি গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীন তদন্ত কমিশন ইতোমধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.