সামনের নির্বাচনকে দেশের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আমরা জানি, এ বিষয়ে অতীতে আমাদের খুব খারাপ সময় গেছে। তবে আশার বিষয় হলো—পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থান সুসংহত করতে পেরেছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব প্রার্থীর হারার সম্ভাবনা আছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, গণ্ডগোলের চেষ্টা হতে পারে—এটি মাথায় রেখেই যথেষ্ট ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে মিটিং করেছেন, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যথেষ্ট সজাগ রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, আমরা আশা করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের কাছে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব।
এ সময় উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্নমুখী হার নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, কোনো বিদেশি নিয়োগদাতা যদি কর্মীর দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চান, তাহলে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ–পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.