
অনলাইন ডেষ্ক :- জানুয়ারি মাসের মধ্যেই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাবেন। তবে কিছু বইয়ের কাজ এখনও শেষ হয়নি। সেগুলো শেষ করা হবে। কাজের মানের জন্য নতুন প্রতিষ্ঠানকে কিছু বই ছাপানোর কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ প্রস্তাব অনুমোদন দিয়ে একথা জানান অর্থ উপদেষ্টা।
এসময় তিনি জানান, নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন কোনো সিদ্ধান্ত ছাড়া সিডিউল ঘোষণার পরও সরকারের কার্যক্রম বন্ধ থাকবে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকসহ জরুরি কেনাকাটা কার্যক্রমও অব্যাহত থাকবে। জরুরি আইন প্রণয়নের প্রয়োজন হলে সরকার তা করবে, তবে অধ্যাদেশ জারি করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে ১২টি প্রকল্পে ৯১৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নতুন প্রকল্পের ফলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২ থেকে ৩ সেন্ট কমেছে, যা বছরে প্রায় ৪২০ কোটি টাকা সাশ্রয় করবে। এছাড়া বৈঠকে এলএনজি, সার ও চাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।



